তারকায় ঠাঁসা ক্রোয়েটদের কাছে পাত্তা পেল না নাইজেরিয়া। আফ্রিকান দেশটিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেল মদ্রিচ-রাকিতিচরা।
৩২ মিনিটে আফ্রিকানদের রক্ষণভাগে আঘাত হানে ক্রোয়েশিয়ান ফুটবলাররা। কর্নার থেকে নেওয়া শটে মানজুকিচের হেড নাইজেরিয়ার ডিফেন্ডার এতোবির পায়ে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধে কোন দলই আর তেমন সুযোগ তৈরি করতে না পারলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় মদ্রিচরা।
নাইজেরিয়ার ইউলিয়াম ট্রুস্ট ইকং নিজেদের ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। তাতে ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্রোয়েশিয়ার সুপারস্টার লুকা মড্রিচ।
পরে দুই দলই একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।