নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির একটি নির্বাচনী সমাবেশে মঙ্গলবার পদদলিত হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছে। দেশটিতে সাধারণ নির্বাচনকে সামনে রেখে সমাবেশটির আয়োজন করা হয়েছিল। আদোকিয়ে আমিয়েসিমাকা স্টেডিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্টকে এই মাত্র মর্মান্তিক এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। রিভার্স স্টেটের পোর্ট হারকোর্টে প্রেসিডেন্টের একটি সমাবেশ চলাকালে পদদলিত হয়ে তার অল প্রোগ্রেসিভস কংগ্রেস (এপিসি) পার্টির কয়েকজন সদস্য মারা গেছে।
দেশটির স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, সমাবেশের পেছন দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহির্গমনের একটি বন্ধ দরজা দিয়ে মানুষ বেরুতে চাইলে পদদলনের এই ঘটনা ঘটে।
ভ্যাঙ্গার্ড পত্রিকার সাংবাদিক ইগুফে ইয়াফুগবোরহি বলেন, ‘পিছনের দিকে যারা ছিলেন তারা সামনের দিকের মানুষগুলোকে অবিরত ধাক্কা দিচ্ছিল। এতে কয়েকজন মাটিতে পড়ে গেলে পদদলন শুরু হয়।’
ইউনিভার্সিটি অব পোর্ট হারকোর্ট টিচিং হসপিটালের মুখপাত্র কেম ড্যানিয়েল এলেবিগা জানান, এই ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে।
তিনি বলেন, ‘এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন হাসাপাতালের জরুরি ইউনিটে চিকিৎসা নিচ্ছে।’
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে রোববারের এই নির্বাচনে জিততে পারলে বুহারি দ্বিতীয় বারের মতো চার বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।-বাসস