নাগপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে ভারত । এ দিন গোটা ম্যাচেরই নিয়ন্ত্রণ ছিল ভারতীয় ব্যাটসম্যানদের হাতে। মূলত মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারার জোড়া শতরানের উপর নির্ভর করেই ম্যাচে নিয়ন্ত্রণ বজায় রাখে ভারত। ১২৮ রান করে আউট হন মরলী বিজয়। দিনের শেষে ১২১ রানে ক্রিজে রয়েছেন পূজারা। অন্যদিকে, কোহলিও নিজের অর্ধ্বশতরান পূর্ণ করেন। ৯৮ ওভারে ভারতের সংগ্রহ ৩১২/২। এ দিনের এক মাত্র উইকেটটি নেন রঙ্গনা হেরাথ।
নাগপুর টেস্টের প্রথম দিনেই ভারতীয় বোলারদের দাপটে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ২০৫। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রানকে সামনে রেখে প্রথম দিনের অন্তিমলগ্নে ব্যাট হাতে নামে ভারত। মাত্র ৮ ওভার খেলার সুযোগ পায় ভারত। এরই মধ্যে ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় বিরাটের দল। দিনের শেষে ভারতের রান ছিল ৮ ওভারে ১১/১।