ডিএমপি নিউজ: চলছে ‘ নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তা বিধানের লক্ষ্যে থানা এলাকার বাড়ী/স্থাপনা/প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংরক্ষণ ও সিআইএমএস এর মাধ্যমে এন্ট্রি নিশ্চিত করণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ লক্ষ্যে আজ (১৬ জুন ২০১৯) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পুলিশের সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব র্যালী ও আলোচনা সভায় স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যায়।
সবুজবাগ থানা পুলিশের উদ্যোগে বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ ২০১৯ সেবা সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি দুপুর ১২.৩০টায় সবুজবাগের ওয়াহাব কলোনী থেকে শুরু হয়ে দুপুর ০১.৩০টায় ছায়াবীথি এলাকায় এসে শেষ হয়। র্যালীতে স্থানীয় জনসাধারণ, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্নস্তরের বাড়ীওয়ালা ও ভাড়াটিয়া স্বতঃফূর্তভাবে অংশগ্রহন করেন।
একই দিন খিলগাঁও থানা পুলিশের উদ্যোগে বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
অপরদিকে উত্তরা পূর্ব থানা পুলিশ নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষে উত্তরা পূর্ব থানার সংশ্লিষ্ট বিট এলাকার বিট অফিসারগন কর্তৃক নাগরিক তথ্য ফরম বিতরন ও সংগ্রহ করা হয়।
এছাড়াও রুপনগর থানা পুলিশ বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ পুলিশের গৃহিত নানা সেবা সম্পর্কিত বিষয় নিয়ে এক উঠান বৈঠকের আয়োজন করে। বৈঠকে বিভিন্ন অপরাধী ও জঙ্গি সংগঠনের সদস্যরা বাড়ির মালিকের অজ্ঞাতে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে, কোন চুক্তি না করে বাড়ি ভাড়া নিচ্ছে কিনা এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয়।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিমূর্লসহ পুলিশের সেবা আরো দ্রুত জনগনের দ্বারপ্রান্তে পৌঁছাতে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ/২০১৯ আয়োজন করা হয়।
উল্লেখ্য, নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ চলবে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত।