নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এর মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
আজ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান করে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাটে করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া, ৪৪ রানে হারায় ৫ উইকেট। এরপর অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন এর ব্যাটিং দৃঢ়তায় ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। ক্যারি ৮৫ রানে আউট হলেও গ্রিন ৮৯ রানে অপরাজিত থাকেন।
এই ম্যাচে জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।।