টেনিসের কোর্টে দুজন চিরপ্রতিদ্বন্দ্বী। তবে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রশংসনীয়। ফেড-এক্সের কথায় যেন সেটিই ফের ফুটে ওঠে। এই সুইস তারকার বিশ্বাস, চলতি সপ্তাহেই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবেন নাদাল।
নাদাল আপাতত র্যাঙ্কিংয়ের দুই নম্বরে রয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া রজার্স কাপের সেমিফাইনালে উঠতে পারলেই অ্যান্ডি মারেকে টপকে শীর্ষে উঠতে পারবেন এই স্প্যানিশ তারকা।
রজার্স কাপের সেমিফাইনালে উঠতে পারলে প্রায় তিন বছর পর র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠবেন নাদাল। এর আগে সর্বশেষ ২০১৪ সালে শীর্ষ তারকা ছিলেন তিনি। এরপর ইনজুরি এবং অফ-ফর্মের কারণে আর চূড়ায় ওঠা হয়নি ১৫টি গ্র্যান্ডস্লাম জয়ী এই স্প্যানিশ তারকার।
রজার্স কাপে অংশ নেয়া ফেদেরার বলেন, ‘(নাদাল র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠতে পারলে) এটি হবে অসাধারণ। গত বছর তার ইনজুরিতে পড়ার ব্যাপারটি আমার এখনো মনে আছে। সে এখন র্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠা থেকে মাত্র কয়েকটি ম্যাচ দূরে রয়েছে। এটি খুব দূরে নয়। তাকে শুধু ফোকাসড থাকতে হবে।’