ফ্রেঞ্চ ওপেনের রাজা রাফায়েল নাদালকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। সেন্টার কোর্টে শুক্রবার সেমি-ফাইনালে এই জয় পান ফেদেরার। ৭-৬, ১-৬, ৬-৩, ৬-৪ গেমে জিতে যান তিনি।
সেন্টার কোর্টে শুক্রবার (১২ জুলাই) সেমি-ফাইনালে প্রথম সেটে হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। কিন্তু মোমেন্টাম ধরে রাখতে পারেননি সবশেষ ২০১০ সালে এখানে শিরোপা জেতা এই তারকা। তিন ঘণ্টা দুই মিনিট স্থায়ী ম্যাচে ৭-৬, ১-৬, ৬-৩, ৬-৪ গেমে জিতে যান অগাস্টে ৩৯ বছরে পা দিতে যাওয়া ফেদেরার।