আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালকে ২-০ গোলে হারিয়ে দেশের মানুষের মাঝে এক উৎসবের আমেজ এনে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দামাল ছেলেরা।
মুজিব বর্ষ উপলক্ষ্যে দুই ম্যাচের আন্তর্জাতিক ফুটবল আয়োজনেরে এটা ছিল প্রথম ম্যাচ। প্রথম ম্যাচেই দেখা মিলন প্রাণবন্ত ফুটবলের। করোনার কারনে দীর্ঘুদিন পর মাঠে ফেরায় একটু সংশয় হয়তবা ছিল। কিন্তু ম্যাচের বয়স যখন মাত্র ১০ মিনিট তখন নাবীবের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্ট্রাইকার মাহবুবুর রহমান। কোচ জেমি ডে’র শিষ্যরা এদিন খেললেন এক নান্দনিক ফুটবল ম্যাচ।
গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে জয়ের ব্যাপারে যে আত্মবিশ্বাস ছিল মাঠেও তার কোন ব্যতয় হয়নি। ফেবারিটদের মত খেলেই নেপালের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ।
আন্তর্জাতিক ফুটবলে নেপালের বিরুদ্ধে সর্বশেষ জয়টি ছিল ২০১৫ সালে। সময়ের হিসাবে ৫ বছর পর নেপালের বিরুদ্ধে এই জয়। বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি হবে ১৭ নভেম্বর।