চলতি মৌসুমে ইংলিশ লিগে এখনো পর্যন্ত তিন ম্যাচের মাত্র ১টিতে জয় পেয়েছে ম্যানইউ। দলের এমন বাজে পারফরম্যান্সের পর মরিনহোর চাকরি হারানো নিয়ে গুঞ্জন চলছে। নিজের এমন দুঃসময়ে চাকরি বাঁচাতে মুখ খুলেছেন মরিনহো। জানিয়েছেন, তিনি এখনো গ্রেটেস্ট কোচ।
লিগে সবশেষ ব্রাইটন ও টটেনহামের বিপক্ষে হেরেছে ম্যানইউ। রোববার বার্নালির মুখোমুখি হবে রেড ডেভিলসরা। ওই ম্যাচের আগে চাপ বাড়ছে মরিনহোর। চাপ ঝারতেই নিজের সাফল্যের ইতিহাস আর ম্যানইউকে নিয়ে আশার বানী শুনিয়েছেন তিনি।
টটেনহামের বিপক্ষে হারের পর বিশ্বের অন্যতম সেরা ক্লাবের কোচ হিসেবে কেমন বোধ করেছেন মরিনহো। এমন প্রশ্নের জবাবে পর্তুগিজ এ কোচ বলেন, ‘আমি বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাবে রয়েছি। আমি নিজেও বিশ্বের অন্যতম সেরা একজন কোচ। ইংল্যান্ডের দল হিসেবে আমরাই সবশেষ ইউরোপিয়ান কাপ জিতেছি। আমি আটটি লিগ শিরোপা জিতেছি। বিশ্বের একমাত্র কোচ হিসেবে আমি ইতালি, স্পেন, ইংল্যান্ডে জিতেছি। আমি মনে করি গতবার ইংলিশ লিগে আমার দ্বিতীয় অবস্থান বেশ বড় অর্জন।’ রাইজিং বিডি।