ডিএমপি নিউজঃ নারী মাতা, নারী ভগ্নি, নারী পত্নী। এসকল রূপেই নারীরা বিরাজমান। বর্তমান সময়ে গৃহস্থালী থেকে শুরু করে কর্মস্থল সকল ক্ষেত্রেই নারীরা পুরুষে সাথে তাল মিলিয়ে কাজ করে চলেছে। দেশের চলমান উন্নয়ন ও সাফল্যে নারীদের অবদান অনস্বীকার্য ।
আর এই সকল উন্নয়নে অবদান রাখতে গিয়ে তাদের প্রতিনিয়ত ঘরের বাইরে আসতে হচ্ছে। দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা নারীসহ সকল বয়সী নারী প্রতিদিন রাস্তাঘাটে চলাচল করে। তাদের নিরাপত্তায় কাজ করে বাংলাদেশ পুলিশ। ঢাকা মহানগরীতে তাদের চলাচলে নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল বয়সী নারীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি’র ট্রাফিক ওয়ারী বিভাগ।
যাত্রাবাড়ী ট্রাফিক জোনের পক্ষ থেকে যাত্রাবাড়িতে সকল বয়সী নারীদের ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়। ওয়ারী ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার সাইদুল ইসলাম ,পিপিএম এর উদ্যোগে নারী দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। নারী দিবস উপলক্ষে ওয়ারী ট্রাফিক বিভাগের নারী সদস্যদের ওয়ারী ট্রাফিক কার্যালয়ে কেক কেটে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
যাত্রাবাড়ি ট্রাফিক জোনের এসি রবিউল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, শুধু নারী দিবস উপলক্ষেই নয়, সব সময় ডিএমপি ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য নারী পথচারী ও যাত্রীদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সেবা দিয়ে থাকেন।