ডিএমপি নিউজ : অগ্নি-সন্ত্রাস ও নাশকতাকারীকে হাতেনাতে আটক করায় ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট পলাশ কুমার রায়কে বিশেষ পুরস্কার প্রদান করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে সার্জেন্ট পলাশকে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। সার্জেন্ট পলাশকে সহযোগিতা করায় টিএসআই আতাবুলকেও পুরস্কৃত করেন তিনি।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বুধবার দুপুর ২:২০টায় আসাদগেট সংলগ্ন সেন্ট যোসেফ স্কুলের সামনে বাসে আগুন দিয়ে পলানোর সময় একজন নাশকতাকারীকে আটক করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট পলাশ। নাশকতাকারীকে আটক করতে সহযোগিতা করেন টিএসআই আতাবুল।