জেমস বন্ড সিরিজের জেমস বন্ডের অভিনেতা স্যার রজার মুর আর নেই । জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতা ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। । আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে তাঁর পরিবারের বরাত দিয়ে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
স্যার রজার মুরের পরিবারে পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, মারা যাওয়ার আগে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। এছাড়া তার অন্ত্যেষ্টিক্রিয়া মোনাকোতে অনুষ্ঠিত হবে।
১৯৭৩ সাল থেকে ১৯৮৫ পর্যন্ত টানা ৭টি জেমন বন্ড সিরিজে অভিনয় করেন এই অভিনেতা। যার মধ্যে রয়েছে ‘লাইভ অ্যান্ড লেট ডাই’, দি স্পাই হু লাভড মি, ফর ইয়র আইস অনলি , অক্টোপসি, মুনরেকার, এ ভিউ টু এ কিল এবং দ্য ম্যান উইথ গোল্ডেন গান।
উল্লেখ্য, ১৯২৭ সালরে ১৪ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডন শহরের স্টকওয়েলে জন্ম গ্রহণ করেন তিনি।