জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সোমবার নিউইয়র্ক পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানি জনগণের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে নিউইয়র্কে এসেছেন। এদিকে, রুহানির সাথে সাক্ষাতের কোন পরিকল্পনা নেই বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রুহানি চাইলে সাক্ষাত হতে পারে। গত রবিবার হাউসটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
এবারের জাতিসংঘ সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ হবে বলে আশা করি মন্তব্য করে ট্রাম্প জানিয়েছেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে হাসান রুহানির বক্তব্য শুনতে আগ্রহী আমি’। হাসান রুহানি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ‘হরমুজ পিস ইনিশিয়েটিভ’ শিরোনামে হরমুজ প্রণালীতে শান্তি নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা এবং ইরানের উদ্যোগ তুলে ধরবেন বলে জানা যায়।