আবারও ৯/১১ মতো হামলার ছক করা হয়েছিল৷ তবে এবার সফল হয়নি জঙ্গিরা৷ বিশেষ অভিযানে সেই ষড়যন্ত্র বানচাল করা হয়েছে৷ ধরা পড়েছে তিন আইএস জঙ্গি৷ ঘটনার জেরে তোলপাড় মার্কিন মুলুক৷ এদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক৷ আরও দুই জনের একজন মার্কিন ও ফিলিপিন্সের নাগরিক বলে জানানো হয়েছে৷
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে উদ্ধৃত করে বিবিসি জানাচ্ছে এই খবর৷ তাতে বলা হয়েছে, গত বছর নিউইয়র্কের টাইমস স্কোয়ারে হামলার ছক করেছিল আইএস৷ এর মধ্য এর মধ্যে দিতে তারা ৯/১১ হামলার পুনরাবৃত্তি করতে চেয়েছিল৷
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ জঙ্গি হামলা হয় নিউইয়র্কে৷ আল কায়দা সংগঠনের জঙ্গিরা ধংস করে বিশ্ববিখ্যাত টুইন টাওয়ার৷ মার্কিন প্রতিরক্ষা কেন্দ্র পেন্টাগনে বিমান নিয়ে হামলা চালানো হয়৷ নাশতায় ২,৯৯৭ জন নিহত এবং ৬,০০০ এর অধিক জখম হন৷
আল কায়দার মতোই হামলার ছক করেছিল ইসলামিক স্টেট৷ এমনই জানাচ্ছে এফবিআই৷ তাদের দাবি, আইএসের সঙ্গে জড়িত তিন ব্যক্তি হামলার পরিকল্পনার জন্য একটি অ্যাপস ব্যবহার করত। গোপনে এফবিআইয়ের এক এজেন্ট নিজেকে আইএসের সমর্থক হিসেবে পরিচয় দিয়ে ওই তিন ষড়যন্ত্রকারীর সঙ্গে যোগাযোগ রেখেছিল৷ তার কাছ থেকে পাওয়া সূত্র ধরেই অভিযান চালানো হয়৷ এফবিআইয়ের ওই গোয়েন্দার প্রচেষ্টায় গত বছর আইএসের এই পরিকল্পনা বানচাল করা হয়৷ বিবিসি