ডিএমপি নিউজঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে রোববার (৪ অক্টোবর) বিকেলে এক ইঞ্জিন বিশিষ্ট একটি সী প্লেন বিধ্বস্ত হয়। ফলে একজন নিহত ও দুই জন মারাত্মকভাবে আহত হয়।
পাইলট ও একজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অপর এক যাত্রী নিহত হয়েছে।
নিউইয়র্ক সিটির কুইন্সে লং আইল্যান্ড সাউন্ডে স্থানীয় সময় বিকেল ৩টায় পানি বরাবর উড়তে গিয়ে কংক্রিট জেটিতে বিমানটি বিধ্বস্ত হয়।