ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। শনিবার রাতে নিউক্যাসলের মাঠ ৩-২ গোলে জিতে লিভারপুল। আর এই জয়ে ফের শীর্ষে ফিরল ইয়ুর্গেন ক্লপের দল।
প্রতিপক্ষের মাঠে খেলা শুরুর ১৩তম মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের কর্নারে ভার্জিল ফন ডাইক হেডে এগিয়ে নেন লিভারপুলকে। সাত মিনিট পর গোছালো আক্রমণে সমতায় ফেরে নিউক্যাসল। সালোমন রনদনের শট গোললাইন থেকে আলেক্সান্ডার-আরনল্ড কনুঁই দিয়ে ফেরানোর পর ঘানার ক্রিস্টিয়ান আটসু ফিরতি শটে জাল খুঁজে নেন।
২৮তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। ড্যানিয়েল স্টারিজ ব্যাক হিল করার পর আলেক্সান্ডার-আরনল্ডের ক্রসে সালাহর সাইড ভলি ঠিকানা খুঁজে পায়।
বিরতির পর ফের ম্যাচ জমিয়ে তোলে নিউক্যাসল। ৫৪তম মিনিটের কর্নার পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি জার্জিনিয়ো ভিনালডাম। তার হেডের পর হাভিয়েরও হেড করেই বল বাড়ান রনদোনকে; বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড।
৬৯তম মিনিটে আক্রমণে ওঠা সালাহর সঙ্গে গোলরক্ষকের সংঘর্ষ হয়। মিশরের এই ফরোয়ার্ড মাটিতে শুয়ে মাথায় ব্যথা পাওয়ার ইঙ্গিত করেন। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। সালাহর বদলি নামেন ওরিগি। বদলি নেমে প্রত্যাশার প্রতিদান ওরিগি দেন ৮৬তম মিনিটে। জেরদান সাচিরির ফ্রি-কিকে হেডে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড। এ গোল ধরে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এই জয়ে ফের শীর্ষে ফিরেছে লিভারপুল তাদের পয়েন্ট ৯৪ পয়েন্ট। লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৯২ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।