ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ৯০ রানের বড় জয় পেয়েছে ভারত।
গতকাল (মঙ্গলবার) ইন্দোরে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৮৫ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। সেঞ্চরী করেন ওপেনার রোহিত ও গিল।
জবাবে ব্যাটে করতে নেমে ৪১.২ ওভারে ২৯৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডেকে হোয়াটওয়াস করলো ভারত।