শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারাল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে রোববার লঙ্কানদের ৪২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কিউরা। যেটি টেস্ট ইতিহাসের অষ্টম সর্বোচ্চ ব্যবধানে জয়। সর্বোচ্চটি ৬৭৫ রানের, অস্ট্রেলিয়াকে ১৯২৮ সালে ব্রিসবেন টেস্টে এই ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।
তবে এটি নিউজিল্যান্ডের নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়ের রেকর্ড। বিপরীতে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ব্যবধানে হারের। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হাথুরুসিংহের দলকে ১-০তে হারাল কেন উইলিয়ামসনের দল। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।
পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে অধিনায়ক দীনেশ চান্দিমাল ও টপঅর্ডার ব্যাটসম্যান কুশাল মেন্ডিসের ব্যাটিং দৃঢ়তায় পঞ্চমদিনে গড়ায় স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী শ্রীলঙ্কার বক্সিং-ডে টেস্ট। তৃতীয় দিনেই লঙ্কানদের ৬৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়া কিউইরা শেষঅবধি জিতল বড় ব্যবধানেই!
সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২ রান করে আগেরদিন সাজঘরে ফিরে যান রিটায়ার্ড হার্ট হয়ে। হারের আগে তিনি আর নামতে পারেননি ব্যাট হাতে।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ১৭৮ রানের জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল ১০৪ রানে। পরে ৪ উইকেটে ৫৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। ছয়শ পেরোনো অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটে ২৩৬ রানের বেশি এগোতে পারল না লঙ্কানরা।
নিউজিল্যান্ডের পক্ষে প্রথম ইনিংসে আগুন ঝরিয়ে ট্রেন্ট বোল্ট নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন তিনটি। তবে দুই ইনিংসে মোট ৫ উইকেট নেয়া টিম সাউদি হয়েছেন ম্যাচসেরা। কারণ প্রথম ইনিংসে তার ৬ চার ও ৩ ছক্কায় তোলা ৬৫ বলে ৬৮ রানের ইনিংসই কিউদের দৃশ্যপটে রাখে দাপটের সাথে।