নিউজিল্যান্ডের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন কেন উইলিয়ামসন। পাশাপাশি ডানহাতি এই ব্যাটসম্যান জিতে নিয়েছেন বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি স্যার রিচার্ড হ্যাডলি মেডেল।
বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি স্বরুপ নিউজিল্যান্ড ক্রিকেটে সবচেয়ে বড় দুটি পুরস্কার জিতেছেন তিনি।
বৃহস্পতিবার অকল্যান্ডে নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উইলিয়ামসনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গেল বছর টেস্টে ৭ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৬৫১ রান করেছেন উইলিয়ামসন। যার স্বীকৃতি হিসেবে বর্ষসেরা খেলোয়াড়ের সেরা পুরস্কার লাভ করেন তিনি। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৮৪ গড়ে ৭৫৯ রান করেত বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হন টেইলর। টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা খেলোয়াড় হয়েছেন কলিন মুনরো।