প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক ম্যাচ বাকী থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়লাভ করায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার, কোচ ও ম্যানেজারসহ সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।
বাংলাদেশ এর আগে গত ১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ প্রথম খেলাটিতে জয়লাভ করে। এর একদিন পর ৩ সেপ্টেম্বরের দ্বিতীয় খেলায় টাইগাররা ৪ রানে নিউজিল্যান্ডকে হারায়। তৃতীয় খেলায় অবশ্য টাইগাররা ৫২ রানে হেরে যায়। কিন্তু অদম্য টাইগাররা আজ চতুর্থ খেলায় তাদের নৈপুণ্য প্রদর্শন করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইউকেটে জয়লাভ করে সিরিজ জয়ের মালাটি ছিনিয়ে নেয়। অবশিষ্ট পঞ্চম খেলাটি হবে আগামী ১০ সেপ্টেম্বর।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচটি ম্যাচের এই আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলার স্বাগতিক দেশ বাংলাদেশ। সূত্র-বাসস