ডিএমপি নিউজঃ নিউজিল্যান্ড ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রঞ্চি। পিটার ফুলটনের পরিবর্তে এই দায়িত্ব পেলেন রঞ্চি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এ তথ্য জানায়।
এনজেডসি জানায়, গত জুলাইয়ে ফুলটন জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সড়ে দাড়ান। তার জায়গায় রঞ্চিকে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রধান কোচ গ্যারি স্টিড ও বোলিং কোচ শেন জার্গেনসনদের সাথে কাজ করবেন রঞ্চি। জাতীয় দলের কোচিং প্যানেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে কোচিং প্যানেলে ছিলেন ৩৯ বছর বয়সী রঞ্চি। নিউজিল্যান্ডের হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন রঞ্চি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন রঞ্চি।
রঞ্চি বলেন, আগামী মৌসুমের জন্য দলের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।