নিউজিল্যান্ডের সমুদ্রতটে মিলল এক অদ্ভূতদর্শন কঙ্কাল। আর তাই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। প্রায় কেউই বুঝে উঠতে পারেননি, এমন অদ্ভুত দেখতে কঙ্কাল কোন প্রাণীর। নানা জন নানা কিছু লিখেছেন। কেউ কেউ তো এটাকে ভিনগ্রহের প্রাণীও ভেবে নিয়েছেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বাসিন্দা হ্যানা মেরি। মাকে নিয়ে ক্যান্টারবেরির সমুদ্রসৈকতে বেড়াতে বেরিয়েছিলেন। সেই সময় অদ্ভূত দেখতে ওই কঙ্কালটিকে পড়ে থাকতে দেখেন তাঁরা। বোঝাই যাচ্ছিল, জলের তোড়ে ভেসে এসেছে। কাছে গিয়ে দেখেন দু’টি পা, দু’টি ডানা, দু ’পাটি দাঁত এবং একটি লেজ রয়েছে কঙ্কালটিতে। মুখের কাছটা সূচালো।
বিষাক্ত কিছু হতে পারে ভেবে প্রথমে হাত ছোঁয়াননি হ্যানা বা তাঁর মা। শেষমেষ অবশ্য সাহস করে কঙ্কালটি হাতে তুলে নেন হ্যানা। সমুদ্রসৈকতে বেড়াতে আসা অন্য লোকজনও সেটিকে শনাক্ত করতে পারেননি। বাধ্য হয়ে স্থানীয় এক পশু সংরক্ষণ বিশেষজ্ঞর দ্বারস্থ হন তাঁরা। কিন্তু তিনিও সেটি কোন প্রাণীর কঙ্কাল বুঝতে পারেননি।
অগত্যা সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন হ্যানা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে কঙ্কালটির অনেকগুলি ছবি পোস্ট করেন, কেউ যদি কিছু বলতে পারেন সেই আশা নিয়েই। নানান সামুদ্রিক মাছের সঙ্গে তুলনা টানেন কেউ কেউ। কেউ বলেন, ভিনগ্রহের প্রাণী। কেউ বা অন্য কিছু।
শেষমেষ ধন্দ দূর করেন নিউজিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চ সেন্টারে কর্মরত বিজ্ঞানী ডাঃ ম্যালকম ফ্রান্সিস। কঙ্কালটি গভীর সমুদ্রে বসবাসকারী বিশেষ ধরনের শঙ্কর মাছের। বৈজ্ঞানিক নাম ‘ডিপটুরাস নাসুটাস’।
কঙ্কালটি একটি পুরুষ মাছের বলে জানান তিনি। ডানায় খোঁচা খোঁচা নখের মতো যে জিনিসগুলি দেখা যাচ্ছে, সেগুলি আসলে এক ধরনের হাড়। যা শুধু পুরুষদের মধ্যেই থাকে। সঙ্গমের সময় সেগুলি ব্যবহার করে তারা। চ্যাপ্টা দেখতে এই মাছগুলির শরীর পাতলা ছালে ঢাকা থাকে।
তবে মানুষের পক্ষে এরা একেবারেই ক্ষতিকারক নয়। শরীরে বিষ নেই। বরং তাদের ডানাগুলিও খাওয়া যায়। সাধারণত গভীর সমুদ্রেই থাকতে পছন্দ করে এরা। তবে মাঝেমধ্যে মত্স্যজীবীদের জালে ধরা পড়ে যায়। প্রাণীটি লম্বায় এক মিটার পর্যন্ত হয়।