নিউজিল্যান্ডের এক কৃষক দম্পতি গম উৎপাদন করে বিশ্ব রেকর্ড গড়েছে। সোমবার রেকর্ডের এ ঘোষণা দেয়া হয়।
হেক্টর প্রতি ১৬.৭৯১ টন গম উৎপাদন করায় এরিক ও ম্যাক্সিন ওয়াটসনের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে অন্তর্ভূক্ত করা হয়। এক্ষেত্রে আগের রেকর্ড ছিল ১৬.৫১৯ টন। ২০১৫ সালে ব্রিটেনের এক কৃষক এ রেকর্ড গড়েছিলেন।
ওই দম্পতির দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিউজিল্যান্ডে হেক্টর প্রতি গমের গড় উৎপাদন প্রায় ১২ টন।
বিবৃতিতে এরিক ওয়াটসন বলেন, সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চের দক্ষিণে আশবুর্টনে তাদের খামারে গত বছরের ৯ এপ্রিল গম বীজ বপন করে এ বছরের ফেব্রুয়ারি মাসে তা সংগ্রহ করেন। এরমধ্য দিয়ে নিউজিল্যান্ড তাদের হারানো রেকর্ড আবারো ফিরে পেল।