তীব্র মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। কম্পনের মাত্রা ছিল ৭.২। ভূমিকম্পের পর সেখানে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে বাতিল করা হয়।
শনিবার গভীর রাতে নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে এই ভূমিকম্প হয়।
কম্পনের উৎসস্থল এতটাই গভীরে যে ওই দ্বীপপুঞ্জে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি হয়েছে। অবশ্য, পরে সেই সতর্কতা বাতিল করা হয়।
প্যাসিফিক সুনামি ওর্য়ানিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০০ কিলোমিটার গভীরে। ফলে ৩০০ কিলোমিটার পরিধির মধ্যে সুনামি হতে পারে। সেই আশঙ্কা থেকেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
এই ৩০০ কিলোমিটারের মধ্যে পড়ছে নিউজিল্যান্ড, আমেরিকা সামোয়া, সামোয়া, কুক আইল্যান্ড, টোগা, ফিজি, সলোমন আইল্যান্ড।
এদিকে কম্পনের পর নিউজিল্যান্ড থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। নেই কোনও ক্ষয়ক্ষতির খবর।
সুনামি সতর্কতা বাতিল করা হলেও উপকূল এলাকা থেকে সবাইকে দূরে নিরাপদ স্থানে চলে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।