আগামী মে-জুনে ইংল্যান্ডে বসছে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। বিশ্বকাপের আগে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। কিউইদের বিপক্ষে এই সিরিজ দিয়ে আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে লাল-সবুজের দল।
আগামীকাল বুধবার সিরিজের প্রথম ওয়ানডে। নেপিয়ারে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ কোচ স্টিভ রোডস এ ব্যাপারে বলেন, ‘নিউজিল্যান্ড সফরেই বোঝা যাবে ওয়ানডে বিশ্বকাপের আগে আমরা দল হিসেবে কী অবস্থায় আছি। কারণ, আমাদের প্রধান টার্গেট বিশ্বকাপ। অবশ্য বিশ্বকাপের আগে আমরা ত্রিদেশীয় টুর্নামেন্টও খেলব। বিশ্বকাপের আগে ওই টুর্নামেন্টটিই হবে আমাদের শেষ প্রস্তুতি। কিন্তু নিউজিল্যান্ড সফরটি আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং।’
ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারেও আশাবাদী রোডস। সাম্প্রতিক সময়ে দলের খেলোয়াড়দের নৈপুণ্য স্বপ্ন দেখাচ্ছে রোডসকে। তিনি বলেন, ‘সম্প্রতি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে আমরা বেশ খুশি। ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী। কারণ, ওয়ানডে ক্রিকেটেই আমরা ভালো পারফরম্যান্স করে আসছি। নিউজিল্যান্ডেও আমরা ভালো করতে সমর্থ হবো আশা করছি।’
ওয়ানডে সিরিজে ম্যাচ জয়ের ইঙ্গিতও দিলেন রোডস, ‘আশা করি এবার জিততে পারব আমরা। আমাদের জন্য ভালো হবে, যদি আমরা কিছু ম্যাচ জিততে পারি। কারণ, সেখানে ম্যাচ জয় করা কঠিন, সেটা গতবারের সফরেই প্রমাণ হয়েছে। তবে আমরা খুবই সন্তুষ্ট ছেলেদের সাম্প্রতিক পারফরম্যান্সে।’