ডিএমপি নিউজ: রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল্লাহ জাবেদ ও মোঃ হাবিবুর রহমান।
আজ শুক্রবার দুপুর ২:৩০ টায় নিউমার্কেট থানার ল্যাবরেটরি রোড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ডেমরা জোনাল টিম।
গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল, পিপিএম ডিএমপি নিউজকে জানান, কয়েকজন মাদক কারবারি নিউমার্কেট থানার ল্যাবরেটরি রোড এলাকায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত যায়গায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ ও হাবিবুরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা রুজু হয়েছে।