ডিএমপি নিউজ: এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর স্পেশাল এ্যাকশন গ্রুপ। গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ শফিক (২৫) ও আব্দুর রহিম (২২)।
সিটিটিসি সূত্রে জানা যায়-০৬ এপ্রিল ২০১৮ শুক্রবার দুপুরে নিউমার্কেট এর পিছনের রাস্তা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ভ্যানগাড়ীর উপর কর্ক শিটের বাক্সে বিশেষভাবে লুকিয়ে এই ইয়াবা বহন করছিল। তারা মাছ ব্যবসার আড়ালে এভাবে টেকনাফ হতে ইয়াবা রাজধানীতে সরবরাহ করত।
এই সংক্রান্তে নিউ মার্কেট থানায় মামলা রুজু হয়েছে ।