নিকারাগুয়াতে সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে সরকারি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ভাতা বন্ধ করে দেওয়াসহ নিরাপত্তার অভাবের কারণে বিক্ষোভ শুরু করেন সাধারণ জনগণ। কিন্তু সরকারি বাহিনী তাদের বাধা দিলে ইট, পাথর নিক্ষেপ করতে থাকেন বিক্ষোভকারীরা। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকেন।
দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিক্ষোভের খবর সম্প্রচারিত হলে বিক্ষোভের মাত্রা আরো বেড়ে যায়। তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া পাঁচটি টেলিভিশনের সম্প্রচার।