মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় প্রবল শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্থানীয় সময় ১টা ৪২ মিনিটে উপকূলরেখা থেকে প্রায় ৩৮ মাইল দূরে ভূপৃষ্ঠ থেকে ২৫.৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো হুমকি নেই জানিয়েছে।
ইউএসজিএস আরো জানায়, ভূকম্পনের ফলে হতাহতের এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। তবে এই অঞ্চলে এমন কাঠামো রয়েছে যা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। তথ্যসূত্রঃঅনলাইন