ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস আর্নেস্টো মাদুরো গুয়েরার? ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাবার ‘অবৈধ সরকারের’ পক্ষে কাজ করায় আর্নেস্টোর ওপর গত শুক্রবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে ওয়াশিংটন জানিয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা তাঁর সব ধরনের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর সঙ্গে মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠানের ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে।
আর্নেস্টোর ওপর নিষেধাজ্ঞার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মিনুচিন বলেন, আর্নেস্টো সরকারপন্থী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একজন সদস্য। মাদুরো ভেনিজুয়েলার অর্থনীতি ও জনগণের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে তাঁর ছেলে এবং স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠদের ওপর নির্ভর করেন। মাদুরোর দুর্নীতি বন্ধে তাঁর নিকটাত্মীয়দের ওপর এ ধরনের ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
এর আগে প্রেসিডেন্ট মাদুরো ও অ্যাসেম্বলির আট সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তা ছাড়া ভেনিজুয়েলার তেল ব্যবসা সংকুচিত করতেও নিষেধাজ্ঞা জারি করার ঘটনা ঘটে। অবশ্য আর্নেস্টোর ওপর এ নিষেধাজ্ঞাকে প্রেসিডেন্ট মাদুরোর ওপরই আঘাত বলে মনে করছে কারাকাস। সূত্র : এএফপি।