রাজধানীর ভাটারা এলাকা থেকে আবরারুল হক আরিফ নামের ১৬ বছরের একজন ছেলে হারিয়ে গেছে। তার উচ্চতা ৪ ফুট ও গায়ের রং শ্যামলা।
থানা সূত্র জানায়, আবরারুল হক আরিফ ভাটারার ছোলমাইদ এলাকায় পরিবারের সাথে বাস করতো। আরিফ ওই এলাকার মাহফুজুল উলুম মাদ্রাসার ছাত্র। সে গত ১৪ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে আরিফের বাবা গত ৪ ডিসেম্বর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-৩৯৩।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ছেলেটির সন্ধান জেনে থাকলে ভাটারা থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১৫৮৪) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৫৯১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।