ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে আব্দুল আহাদ নামে এক ছেলে হারিয়ে গেছে। তার বয়স ১০ বছর। পিতার নাম- মোঃ হাবীব ও মাতার নাম- রোকসানা বেগম পারুল।
বর্তমান ঠিকানা- মেরাজনগর, থানা-কদমতলী, ঢাকা। তার উচ্চতা-অনুমান ৪ ফুট, গায়ের রং- কালো। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কমলা রংয়ের টি-শাট ও হাফ প্যান্ট।
আব্দুল আহাদ গত ২ মার্চ ২০২৩ খ্রি. সকাল ৭:০০ টায় নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় তার পিতা, মাতা ও আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তাকে খুঁজে না পাওয়ায় আব্দুল আহাদের মাতা রোকসানা বেগম পারুল ৪ মার্চ ২০২৩ খ্রি. ডিএমপির কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ২৩৬।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ছেলের সন্ধান জেনে থাকলে কদমতলী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।