ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুর মডেল থানার পূর্ব মনিপুর এলাকা থেকে ইয়াসমিন আক্তার নামের একজন মেয়ে শিশু নিখোঁজ হয়েছেন। তার বয়স ১৩ বছর। তার পিতার নাম জহিরুল ইসলাম। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল লম্বা ও উচ্চতা ৫ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রংয়ের বোরকা।
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. সকাল অনুমান ৬ টায় ইয়াসমিন আক্তার পূর্ব মনিপুরের গ্রিনভিউ স্কুলের গলির বাসা নং ৭৬৩/২ থেকে কাউকে কিছু না বলে চলে যায়, আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের পিতা। জিডি নং-১১৮১, যার তারিখ-১৪/০২/২০২৩ খ্রি.।
ইয়াসমিন আক্তারের সন্ধান পেলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১১২২) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।