ডিএমপি নিউজঃ রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে একা নামের একজন মেয়ে শিশু নিখোঁজ হয়েছেন। পিতার নাম দুলু ও মাতার নাম গোলাপি। তার বয়স ১২ বছর, গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো সেলোয়ার কামিজ। শিশুটির গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর থানার ভোগডাঙ্গা ইউনিয়নের মালিপাড়া গ্রামে।
শিশুটি গত ৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. বিকাল অনুমান ৫:০০টায় মিরপুর শাহআলী বাগের বাসা নং-৫২/১ থেকে কাউকে কিছু না বলে চলে যায়, আর ফিরে আসেনি। শিশুটি সেখানে গৃহপরিচারিকার কাজ করতো। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহকর্তী শাকেরা আফরোজ। জিডি নং-৭৭৭, তারিখ-০৯/০২/২০২৩ খ্রি.।
শিশুটির সন্ধান পেলে ভাটারা থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৫৮৫) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।