ডিএমপি নিউজ: রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওমর আলী নামের এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৪০ বছর, বাবার নাম মৃত রমজান আলী। তার বাড়ি টাঙ্গাইল জেলার দেলদোয়ার থানার পাতরাইল গ্রামে।
শাহবাগ থানা সূত্র জানায়, ওমর আলী গত ৮ আস্ট ২০২৩খ্রি. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২২০ নং ওয়ার্ডের ১৮ নং বেডে চিকিৎসার জন্য ভর্তি হয়। কিন্তু ৯ আগস্ট রাত থেকে তাকে বেডে পাওয়া যাচ্ছে না। এ সংক্রান্তে সংশ্লিষ্ট ওয়ার্ড মাস্টার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-৭৪৮, তারিখ-১০/৮/২০২৩খ্রি.।
ওমর আলীর উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রঙ উজ্জল শ্যামলা, মাথার চুল ছোট ও মুখে ছোট গোঁফ-দাড়ি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হাফপ্যান্ট এবং গলায় ছিল একটি নীল ও লাল রঙের গামছা।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান বা তথ্য জেনে থাকলে শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর আলম (০১৭৮৫-৫৪১৬২৯), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।