ডিএমপি নিউজঃ রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে তানিন আক্তার নামের একজন মেয়ে নিখোঁজ হয়েছেন। তার বয়স ১৭ বছর। পিতার নাম মোঃ সোহেল রানা। গায়ের রং ফর্সা ও উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো সেলোয়ার কামিজ।
তার পরিবার জানিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. রাত অনুমান ১১:৪৫ টায় তানিন ২৫৪/৭৭ সেইফটিং নিউ টাউন আবাসিক এলাকা, মাতুয়াইল, ডেমরা থেকে কাউকে কিছু না বলে চলে যায়, আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের পিতা। জিডি নং-২৩৮, তারিখ-০৫/০২/২০২৩ খ্রি.।
তানিন আক্তারের সন্ধান পেলে ডেমরা থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৩৭) ও তদন্তকারী অফিসার (০১৭৯৭-৫৫২৯১৫) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।