ডিএমপি নিউজ: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নাসরিন সুলতানা নামে একটি মেয়ে হারিয়ে গেছেন। তার বয়স ২৬ বছর। তার পিতার নাম- মহি উদ্দিন ও মাতার নাম- নাছিমা বেগম। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার ডৌহাতলি গ্রামে। তিনি পল্লবীর একটি বাসায় থেকে গার্মেন্টসের চাকুরি করতেন।
নাসরিন সুলতানা গত ২৮ মার্চ ২০২৩ খ্রি. সকাল ৭:০০ টায় নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি ফিরে না আসায় তার পিতা, মাতা ও আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তাকে খুঁজে না পাওয়ায় নাসরিন সুলতানার মাতা নাছিমা বেগম ০২ এপ্রিল ২০২৩ খ্রি. ডিএমপির পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১১৫।
তার উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং- শ্যামলা, মাথার চুল কালো ও লম্বা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সালোয়ার কামিজ।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মেয়ের সন্ধান জেনে থাকলে পল্লবী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১১৮৫) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১১৭৮) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।