ডিএমপি নিউজ: রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে বরাত হায়দার চৌধুরী নামের একজন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার বয়স ১৬ বছর। পিতার নাম রাজ্জাকুল হায়দার চৌধুরী। গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো কালো রঙের প্যান্ট ও ঘিয়া রঙের গেঞ্জি।
নিখোঁজের পরিবার জানিয়েছে, বরাত গত ২৯ নভেম্বর বিকাল চারটার দিকে লালবাগের আজিমপুর রোডের ২১/১ বর্তমান বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায়, আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ১ ডিসেম্বর লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বাবা। লালবাগ থানার জিডি নাম্বার-৩১।
বরাত হায়দারের সন্ধান পেলে লালবাগ থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৮৩৭) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।