ডিএমপি নিউজ: মোঃ ইসমাইল হোসেন বাতেন নামের এক ব্যক্তি হারিয়ে গেছেন। তার বয়স ৬০ বছর। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ক্রীম রংয়ের প্যান্ট ও নেভী ব্লু রংয়ের হাফ চেক শার্ট।
তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কুটারারাই গ্রামে। বাবার নাম মৃত ইলিয়াস মিয়া।
গত ১৯ জুন ২০১৯ তারিখ দুপুর ২.৩০টায় রাজধানীর শাহআলী থানার মাজারের পাশের ‘স’মিল হতে বের হওয়ার পর নিখোঁজ হন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ সংক্রান্তে তার ভাই মোঃ খায়রুল আলম গত ২০ জুন ২০১৯ তারিখ ডিএমপি’র শাহআলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর-৮৩০ ।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে জিডির তদন্তকারী কর্মকর্তার (01711-984507) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।