ডিএমপি নিউজ: রাজধানীর আদাবর থানা এলাকা হতে মোঃ আশেক আলী নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৫৮ বছর। তার গায়ের রঙ ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫‘ ৬‘‘,পরণে ছিল সাদা চেক পায়জামা ও পাঞ্জাবী।
সে গত ২ নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩০ টায় আদাবর থানার বাসা নং-৭, রোড নং-৭, ব্লক-বি, নভোদয় হাউজিং এর বাসা থেকে বাহির হয়। পরবর্তীতে সে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়।
তাকে খুঁজে না পাওয়ায় তার ছেলে আদাবর থানায় এ সংক্রান্তে জিডি করেছেন। জিডি নং- ১৫৭, তারিখ-৩/১১/২০২১ খ্রি:।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ আদাবর থানা (০১৩২০-০৪০৮৮৬) ও ডিউটি অফিসার (০১৩২০-০৪০৮৯৩) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।