ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা হতে মোঃ মাহাবুবুর রহমান নামে এক ব্যাক্তি হারিয়ে গেছে। তার বয়স ৫০ বছর।
তিনি গত ২১ আগস্ট, ২০২১ তারিখ কাকরাইল মসজিদ হতে কদমতলী থানার মেরাজ নগর সি-ব্লক শাহী মসজিদে অবস্থান নেয়। পরবর্তীতে তিনি গত ১ সেপ্টেম্বর,২০২১ শাহী মসজিদ থেকে হাটাহাটির উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সে মসজিদে ও বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়।
তাকে খুঁজে না পাওয়ায় কদমতলী থানায় এ সংক্রান্তে জিডি করা হয়। জিডি নং-১০৫, তারিখ-০২/০৯/২০২১ খ্রি:।
কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ মোঃ মাহাবুবুর রহমান এর সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ কদমতলী থানা (০১৩২০-০৪০৫৬৫) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) এর সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।