ডিএমপি নিউজঃ রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে মোছাঃ মীম আক্তার ফারজানা নামের একজন মেয়ে নিখোঁজ হয়েছে। তার বয়স ১৬ বছর। তার পিতার নাম জাকির হোসেন ও মায়ের নাম মোঃ সখিনা বেগম।
নিখোঁজ মীম আক্তারের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি ও শারীরিক গঠন হালকা পাতলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো সেলোয়ার কামিজ। সে চোখে চশমা ব্যবহার করতো।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৬ মে ২০২৩ খ্রি. তারিখ দিবাগত রাত ২টায় পল্লবী থানার পুরাতন কুর্মিটোলা ক্যাম্পের বাসায় মায়ের সাথে ঘুমাতে যান মীম আক্তার। কিন্তু পরদিন সকাল ৭টায় ঘুম থেকে উঠে তাকে ঘরে পাওয়া যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মাতা। জিডি নং-১৫১১, তারিখ-১৭/০৫/২০২৩ খ্রি.।
মোছাঃ মীম আক্তার ফারজানার সন্ধান পেলে পল্লবী থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১১৭৮) ও তদন্তকারী অফিসার (০১৭২৩-৬৩৫১৮০) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।