ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে হুমায়রা হোসাইন আয়েশা নামের ১৩ বছরের এক মেয়ে হারিয়ে গেছে। তার চুল লম্বা ও গায়ের রঙ উজ্জল শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রংয়ের বোরকা।
কদমতলী থানা সূত্র জানায়, গত ১৬ আগস্ট ২০২৪ তারিখ বিকালে কদমতলী থানার রইসনগর এলাকার বাসা থেকে কোচিং এর উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ডিএমপির কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পিতা মোঃ ইমরান হোসেন। জিডি নং- ৩৪৫ তারিখ-১৮/০৮/২০২৪।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মেয়েটির সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ নূরুজ্জামান (০১৭৬০- ৭৭৩৪০৮), অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।