ডিএমপি নিউজ: রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে কুলসুম সুইটি নামের ১৬ বছরের এক মেয়ে হারিয়ে গেছে। তার চুল লম্বা ও গায়ের রঙ কালো। তিনি নিউমার্কেটের নীহারিকা কমপ্লেক্সের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
নিউমার্কেট থানা সূত্র জানায়, গত ২ জুলাই ২০২৪ তারিখ বিকালে নীহারিকা কমপ্লেক্সের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ডিএমপির নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বাসার মালিক। জিডি নং- ৯৮।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মেয়েটির সন্ধান জেনে থাকলে নিউমার্কেট থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মোরাদ খান (০১৭১২-৪৩৩৭৬৫), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫৮৩) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫৭৬) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।