রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মোঃ সালাহউদ্দিন নামের ৭৫ বছরের একজন ব্যক্তি হারিয়ে গেছেন। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মাথার চুল সাদা পাকা, গায়ের রং শ্যামলা ও মুখমন্ডল লম্বাটে।
ডিএমপির শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ০৬ ডিসেম্বর, ২০২৪ সকালে মোঃ সালাহউদ্দিন সেগুনবাগিচা এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নিখোঁজ মোঃ সালাহউদ্দিনের মেয়ে মেহের নিগার সূচনা গত ৬ ডিসেম্বর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-৪৪৭।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মনোজ প্রভাকর রায় (০১৭১১-৩২৩৩৯০), শাহবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।