ডিএমপি নিউজ: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে মোরশেদ নামের ৩৭ বছরের এক ব্যক্তি হারিয়ে গেছেন। তার মুখ গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রংয়ের প্যান্ট।
শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, মোরশেদ গত ২ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় শেরেবাংলা নগর থানার শ্যামলী এলাকার একটি বাসা থেকে গুলশান ব্রিটিশ হাই কমিশনে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের পিতা আব্দুল মালেক বেপারী। জিডি নং- ২৩৯, তারিখ- ০৩/১১/২০২৪খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ মোরশেদের সন্ধান জেনে থাকলে শেরেবাংলা নগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল খালেক (০১৭৫৩-০৮৫৬১০), অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৯১৪) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।