ডিএমপি নিউজ: রাজধানীর মুগদা থানা এলাকা থেকে রজ্জবি বেগম নামের একজন মহিলা নিখোঁজ হয়েছেন। তার বয়স ৫৬ বছর। তার স্বামীর নাম আব্দুল হাকীম। গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৫ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো সবুজ রঙের থ্রি পিস।
জিডির সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৩ খ্রি. রাত ৯:০০টায় দক্ষিণ মুগদা এলাকার বর্তমান বাসা থেকে বের হয়ে ফিরে আসেনি। তিনি একজন মানসিক রোগী। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মেয়ে হালিমা বেগম। জিডি নং-৪৫৩, তারিখ-১০/০৭/২০২৩ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মহিলার সন্ধান জেনে থাকলে মুগদা থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০২৭২) অথবা জিডির তদন্তকারী অফিসারের (০১৭১৯-৫৬০২৫০) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।