রাজধানীর উত্তরখান এলাকা থেকে নিখোঁজ হওয়া রাকিবুল ইসলাম রিফাতকে (১২) উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলো ডিএমপির উত্তরখান থানা পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুযারি ২০২৫খ্রি.) বিকেল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় উত্তরখান কাঁচকুড়া এলাকা হতে নিখোঁজ রিফাতকে উদ্ধার করে উত্তরখান থানার একটি চৌকস টিম।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, নিখোঁজ রাকিবুল ইসলাম রিফাত গত ১৬ জানুয়ারি ২০২৫খ্রি. সকাল ১০:০৫ ঘটিকায় উত্তরখান থানাধীন ৪৫ নং ওয়ার্ড মাজার রোড এলাকার একটি বাসা হতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার পিতা মোঃ রুবেল মিয়া উত্তরখান থানায় গত ১৭ জানুযারি ২০২৫খ্রি. একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উত্তরখান থানা সূত্রে আরও জানা যায়, জিডিটি সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে উত্তরখান থানা পুলিশ। তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ রিফাতের অবস্থান শনাক্ত করা হয়। অতঃপর আজ রবিবার (১৬ ফেব্রুযারি ২০২৫খ্রি.) বিকেল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় উত্তরখান কাঁচকুড়া এলাকা হতে নিখোঁজ রিফাতকে উদ্ধার করে হেফাজতে নেয় থানা পুলিশ।
নিখোঁজ রিফাতকে উদ্ধার করে তার পিতা মোঃ রুবেল মিয়ার হেফাজতে দেয়া হয়েছে। রিফাতকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ায় উত্তরখান থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পরিবার।