ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে লিটন নামের ৪৭ বছরের এক ব্যক্তি হারিয়ে গেছেন। তার মুখ গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট। তার স্ত্রীর নাম আকলিমা।
কদমতলী থানা সূত্র জানায়, লিটন গত ১৭ জুলাই ২০২৪ খ্রি. তারিখ দুপুরে কদমতলী নুরপুর এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের স্ত্রী। জিডি নং- ১০৬৪, তারিখ- ২৯/০৮/২০২৪খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ লিটনের সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ হাসান কবির (০১৭৩২-৫৭১৫৮৮) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।