ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে শাফিন হাসান নামের এক ছেলে শিশু হারিয়ে গেছে। তার বয়স ১৩ বছর। শিশুটির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা ও মুখমন্ডল লম্বাটে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো নীল রঙের ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট।
শাফিন হাসান গত ২৩ ডিসেম্বর বিকেল চারটার দিকে শ্যামপুরের জুরাইন এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাফিন হাসানের মা হায়াতন নেছা। জিডি নং-১৫২২, তারিখ-২৪/১২/২০২৩ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুর সন্ধান জেনে থাকলে কদমতলী থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) অথবা তদন্তকারী অফিসারের (০১৭০৩-২২৪৫৭০) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।